২৭ এপ্রিল, ২০১৭ ১৭:২১

মালয়েশিয়ান রিংগিতের মান বাড়াতে প্রবাসীদের স্বস্তি

জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়াঃ

মালয়েশিয়ান রিংগিতের মান বাড়াতে প্রবাসীদের স্বস্তি

গত দুই বছরে মালয়েশিয়ান রিংগিতের মান কমে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর হতাশা নেমে এসেছিলো গত কয়েকদিন আগেও। মালয়েশিয়ান মুদ্রা রিংগিতের ধরপতনে ১ রিঙ্গিত সমান ২৪ টাকা থেকে ১৭ তে নেমে আসে। গত এক যুগের মধ্যে রেকর্ড পরিমাণ দাম পড়েছিল মালয়েশিয়ান রিংগিতের। ১ রিংগিতের বিনিময় মূল্য বাংলাদেশি ১৭.৫ টাকায় নেমেছিল।

যার ফলে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রেরণেও কিছুটা ভাটা পড়েছিল। বর্তমানে গত কয়েকদিনে তর তর করে তা বেড়ে ফের স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করাতে প্রবাসীদের মাঝে আবার নতুন করে স্বস্তি ফিরে আস্তে শুরু করেছে ।

স্থানীয়রা আশা করছে মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থার আরো উন্নতি হবে। রিংগিতে দাম পড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে পেট্রোলিয়ামের চাহিদা কমে যাওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতাকে চিহ্নিত করেছিলেন মালয়েশিয়ার অর্থনীতিবীদরা। এছাড়া ধসের জন্য মালয়েশিয়ার বর্তমান অর্থনীতিকেও দুষছেন নাগরিকরা। এর প্রভাব পড়েছিল প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আয়ের উপর।
গত কয়েক বছরের মধ্যে রিংগিতের মূল্য গত বছর সবচেয়ে নিচে নেমে যায়। মাত্র দুই বছর আগেও যেখানে ১রিংগিতে ২৬ টাকা পাওয়া যেতো সেখানে তা প্রায় ৯ টাকা কমে দাঁড়িয়েছিল ১৭.৫ টাকায়।
বিগত বছরে রিংগিতের মূল্য কমে যাওয়ায় দেশে বৈধ ভাবে টাকা পাঠানো প্রায় অর্ধেকে নেমে যায়। যার প্রভাব পড়েছিল মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের আয়ের উপরও।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর