১ মে, ২০১৭ ১০:১৫
নিউইয়র্কে সাবেক আইনমন্ত্রী মতিন খসরু

'বাংলাদেশে এখন ভিক্ষুক পাওয়া যায় না'

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :


'বাংলাদেশে এখন ভিক্ষুক পাওয়া যায় না'

কুমিল্লা সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাগণের শপথ পরিচালনা করেন বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী মতিন খসরু।

সাবেক আইনমন্ত্রী ও জাতীয় সংসদের আইন ও বিচার মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের কারণে বাংলাদেশ অর্থনৈতিক মন্দার কবলে পড়েনি। অধিকন্তু বিশ্বব্যাপী চরম মন্দার মধ্যেও বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার স্থির ছিল।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশে এখন ভিক্ষুক পাওয়া যায় না। জাকাতের জন্য মানুষের ভিড় হয় না। এমন দৃশ্য এখন আর স্বপ্নে দেখতে হয় না। এভাবেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সমান আরেকটি ভূখন্ড পাওয়া গেছে সমৃদ্র বিজয়ের মধ্য দিয়ে। তাই খাওয়া-পরা নিয়ে দুর্ভাবনার আর কারণ নেই।’

কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার নতুন কমিটির অভিষেক উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে এসব বলেন আব্দুল মতিন খসরু।

সাবেক এই আইনমন্ত্রী আরও বলেন, ‘মানুষের খাওয়া-পড়ার আর্থিক সঙ্গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় বিরোধী দলের জ্বালাও-পোড়াও আর ধ্বংসাত্মক রাজনীতি মাঠে মারা গেছে।' তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এ ব্যাপারে প্রবাসীদেরকে সহায়তা অব্যাহত রাখতে হবে।’

মতিন খসরু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলেছে। উন্নয়ন-অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে একাত্তরের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, আমরা সকলেই চাচ্ছি বাংলাদেশ উন্নতি করুক।’

‘বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বৃদ্ধিকল্পে প্রবাসীদের রাষ্ট্রদূতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছে তিনি বলেন, ‘ভারতীয়-আমেরিকানদের দেন-দরবারের ফসল পাচ্ছে ভারত নামক ভূখন্ডটি। বাংলাদেশী-আমেরিকানরাও সে ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এটি খুবই সত্য যে, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশী বিনিয়োগকারিদের জন্যে নানাবিধ সুবিধা চালু রয়েছে।’

সমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মানবাধিকার আইনজীবী এটর্নী অশোক কর্মকার, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সেক্রেটারি এডভোকেট রকিব মন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিবউর রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. এম এ বাতেন, হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক জসীমউদ্দিন, সাবেক সভাপতি মোশারফ হোসেন খান চৌধুরী, কুমিল্লা মহানগর সোসাইটির সাধারণ সম্পাদক সরোয়ার খান বাবু, সংগঠনের প্রধান উপদেষ্টা সরকার ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারি, জহীর মোল্লাহ, আলহাজ্ব কাজী মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার প্রমুখ। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু সমাবেশে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাগণের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীর উপস্থিতি ছিল। বিশিষ্টজনের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, নির্বাহী সদস্য শাহানারা রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদি ফোরামের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম ডালিম প্রমুখ। 


বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর