২২ মে, ২০১৭ ১১:৪১
খালেদার গুলশান অফিসে তল্লাশি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নিউইয়র্ক বিএনপির

এনআরবি নিউজ, নিউইয়র্ক


স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নিউইয়র্ক বিএনপির

বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে তল্লাশির নিন্দা এবং প্রতিবাদে গতকাল রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। 

সংবাদ সম্মেসলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল। লিখিত বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে তল্লাশির ঘটনায় আমরা ক্ষুব্ধ। গণতন্ত্রে বিশ্বাসী কোন প্রবাসীই এমন আচরণকে সহজভাবে নিতে পারছেন না। এ ঘটনাকে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবেই মনে করছি। অবিলম্বে সরকারকে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। 
 
সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন। এছাড়াও ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী মো. আসাদউল্লাহ, শহীদুল্লাহ পাটোয়ারি, ওয়াহেদ আলী মন্ডল, আশরাফ হুসেন, মজিবর রহমান, খোরশেদ আলম, হাফিজুর রহমান পিন্টু, আশরাফ হোসেন, তারেক পরিষদের সহ-সভাপতি বেলায়েত হুসেন ও সাইফুল ইসলাম অপু, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, সুমন ভৌমিক, মাসুদ রানা, মামুনুর রহমান, মীর্জা নান্নু, মোহাম্মদ সেলিম প্রমুখ। 

 

বিডি প্রতিদিন/২২ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর