২২ জুন, ২০১৭ ১৭:৫৬

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে দুর্নীতির খরব জানানোর অনুরোধ

মঈন উদ্দিন সরকার সুমন

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে দুর্নীতির খরব জানানোর অনুরোধ

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সেকশনে দুর্নীতির খরব জানানোর জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ জহিরুল ইসলাম খান। কুয়েত সিটির রাজধানী হোটেলে কুয়েতস্থ ফেনী সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এ অনুরোধ জানান।

সংগঠনের আহবায়ক মোশারফ হোসেন রিপনের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফয়েজ কামাল, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি কাজী মঞ্জুরুল আলম, উপদেষ্টা মাঈন উদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক জাফর আহমেদ রাসেল, সংগঠক মোহাম্মদ সাদেক হোসেন, আতাউল গনি মামুন, ব্যবসায়ী মোরশেদ আলম ভূঁইয়া, আবুল বাসারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। 

সংগঠনের কর্মধারার ওপর বক্তব্য দেন যুবলীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রায়হান, সংগঠনের যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, বাবলুসহ আরও অনেকে। সংগঠনের পক্ষ থেকে ছয়জন দরিদ্রকে অনুদান দেয়া হয়।


বিডি প্রতিদিন/২২ জুন, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর