২৬ জুন, ২০১৭ ১৫:৪৪

স্পেনে ঈদ-উল-ফিতর উদযাপিত

অনলাইন ডেস্ক

স্পেনে ঈদ-উল-ফিতর উদযাপিত

উৎসব মুখর পরিবেশে স্পেন প্রবাসীরা ঈদ উল ফিতর উদযাপন করেছেন। স্পেনের মাদ্রিদের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভা-পিয়াসের কাসিনো পার্কের খোলা মাঠে ঈদের নামাজের দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। 

সকাল থেকে বাংলাদেশির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কাসিনো পার্কে জড়ো হতে থাকেন। নানা দেশের নানা বর্ণের ভিন্ন ভাষাভাষী মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭ টা। এছাড়া দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৮টায়। ঈদ জামাতে সামাজিক, রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেনতাসে সকাল ৯টায় হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।
 
এছাড়া  বার্সিলোনায় মালাগা, আলিকান্তে, মুরছিয়া, সেভিলা, গ্রানাদা, কর্দোভাসহ অনেক শহরে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। অনেক বাংলাদেশি নারীও এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম বিশ্বের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির কামনায় দোয়া করা হয়। এরপর প্রবাসীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর