২৮ জুন, ২০১৭ ০০:৫৫

বৃষ্টি উপেক্ষা করে টোকিওতে ঈদের জামাতে প্রবাসীদের ঢল

অনলাইন ডেস্ক

বৃষ্টি উপেক্ষা করে টোকিওতে ঈদের জামাতে প্রবাসীদের ঢল

জাপানে গত ২৫ জুন রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। পুরো এক মাস সিয়াম সাধনার পর গত কয়দিন ধরেই ঈদ উদযাপনের প্রস্ততি ছিল জাপানে বিভিন্ন দেশ থেকে আগত ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। আনন্দ ছিল সবার মনে। 

কিন্তু রবিবার দিন সকাল থেকে কিছুটা বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি উপেক্ষা করে টোকিওর মসজিদ গুলোতে নামে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল। টোকিওর কিতা ওয়ার্ডে (নতুন নির্মিতব্য মসজিদের পাশে) জড়ো হন অনেক মুসল্লী। 

নামাজ শেষে পরস্পর ঈদের কুশল বিনিময় করেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, তিন শতাধিকেরও বেশী লোক উপস্থিত হয় সেখানে।
 
নামাজ শেষে পরিচিত বন্ধু এবং আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে মিষ্টি সেমাই, পোলাও কুরমা খেয়ে ঈদের আনন্দ একে অপরের সাথে শেয়ার করেন। 

তবে রবিবার দিন জাপানে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কাজের তাড়া ছিল না কারো মধ্যে। নারীদের জন্যও ঈদের নামাজ পড়ার সু-ব্যবস্থা করায় তারাও অংশ গ্রহণ করেন এই ঈদ জামাতে। দিনের শেষে পরিবারের সবাই মিলে দল বেধে বাইরে ঘুরতে যান অনেকেই।

বিডি প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর