২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০১:২০

বাংলাদেশ সমিতি ইতালীর সদস্য সংগ্রহ অব্যাহত

এমডি রিয়াজ হোসেন, ইতালি

বাংলাদেশ সমিতি ইতালীর সদস্য সংগ্রহ অব্যাহত

আসন্ন বাংলাদেশ সমিতির নির্বাচনকে সামনে রেখে অঞ্চল ভিত্তিক আলোচনা সভা ও সদস্য সংগ্রহ অভিযান চলছে। গত রবিবার সন্ধ্যায় কনকা দি ওরো একটা হল রুমে 'চ' অঞ্চলে (চ্যামপিনো, কন ক্যা দি ওরো, পারিওলি, সালারিয়া, ফিডেন নিয়ে গঠিত নির্বাচনী অঞ্চল ‘চ’) বসবাসরত বাংলাদেশিদের সাথে সফল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময়  সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি জি এম কিবরিয়া। 

এ সময় কনকা দি অরো এলাকার বিশিষ্ট সমাজ সেবক, টাঙাইল জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবক রমজান রানা ও রাজিব রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আলী আহম্মদ ঢালী, জিয়াবুল হক জিয়া, নজরুল ইসলাম মুকুল, ফয়েজ আহমেদ ফয়সাল, আলী আম্বর আশরাফ ও সিরাজ উল্লা পঞ্চায়েত। 

সামাজিক নেতৃবৃন্দের মধ্যে আরও বিশেষ অতিথি ছিলেন আফতাব বেপারী, এমএ রব মিন্টু, মুজিব রহমান মুজিব, মজিবর রহমান মিয়া, ইসমাইল হোসেন, এমকে রহমান লিটন, মাসুদুর রহমান সিদ্দিকী, মাসুদ হাসান জুয়েল, নিতুল খন্দকার ইমু। 

এ সময় বক্তব্য রাখেন- সাইদুর রহমান, বিপ্লব, রেজাউল করিম রিপন, আলমগীর হোসেন, মো. সাইদুর, মো. তিতাস, কামাল খান প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক প্রবাসীর খান রিপন, এন টিভির মনিরুজ্জমান মনির, চ্যানেল এস এর রিয়াজ হোসেন, দৈনিক প্রবাসে প্রতিদিনের মুনা আক্তার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মেহেদি হাসান, হাজী সুইট, রুহুল আমিন প্রমুখ। 

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর