১৮ অক্টোবর, ২০১৭ ২০:৪৪

আসন্ন বাংলাদেশ সমিতি ইতালির নির্বাচনে সম্ভব্য প্রার্থী যারা

ইতালি প্রতিনিধি:

আসন্ন বাংলাদেশ সমিতি ইতালির নির্বাচনে সম্ভব্য প্রার্থী যারা

আসন্ন বাংলাদেশ সমিতি ইতালির নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হিসাব নিকাশে বসছে রোম কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। কে হবেন আগামী দিনের রোমের বাংলা কমিউনিটির অভিভাবক?।
দীর্ঘদিন ঝিমিয়ে থাকা বাংলাদেশ সমিতি ইতালির কার্যক্রম বেগবান করার লক্ষে গত তিনমাস পূর্বে গঠন করা নির্বাচন কমিশন। একাধিক অঞ্চল ভিওিক আলোচন সভা শেষে গত ৮ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। আগামী ৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে কমিশন।
তফসিল অনুযায়ী সদস্য সংগ্রহ চলবে আগামী ১২ই নভেম্বর পর্যন্ত। প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা ১৩ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৪ নভেম্বর থেকে ১৫ ভেম্বর পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যহার ১৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর রাত ১০টা পর্যন্ত। ৩ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
তফসিল ঘোষণার পরপরই প্রার্থীরা অঞ্চল ভিওিক আলোচনা শুরু করেছে। রোম কমিউনিটির প্রবীণ অনেকেই নির্বাচন কমিশনে রয়েছে। অন্যদিকে অনেকেই আগেই থেকেই লন্ডন চলে যাওয়ায় একাধিক প্রার্থী না হলেও নির্বাচন জমে উঠবে বলে অনেকের ধারণা। গত তের বছর ছিল মেয়াদবিহীন কমিটি। এ নিয়ে কমিউনিটি দুই ভাগে বিভক্ত হয়ছে অনেক আগে থেকেই। বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি জি এম কিবরিয়া বাংলাদেশে স্থায়ী ভাবে চলে গেলে ২০০৬ সাল থেকে ঝিমিয়ে পরে কার্যক্রম। বাংলাদেশ সমিতির ব্যনারে নামে মত্রে বিভিন্ন যায়গায় ব্যবহৃত হলেও কাজে ছিল জিরো।
দীর্ঘদিন পরে হলেও আবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ সমিতি ইতালি। দুই একজন নিজেদের প্রার্থীতা প্রকাশ করলেও অনেকেই রয়েছে নিজ এলাকার মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে। কেউ রয়েছে নিজ এলাকার লোকদের ভোটার তালিকায় নাম উঠানোর ব্যস্ততায়।
সর্বশেষ জরিপে দেখা গেছে সভাপতি পদে একাধিক প্রার্থী ঘোষণা দিলেও শেষ মেশ অনেকেই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে পারে। আবার এখন প্রার্থী থাকলেও শেষে প্রত্যাহার করে নিবে অনেকেই এমনও হতে পারে। সভাপতি পদে প্রার্থী হতে পারে বর্তমান সভাপতি জি এম কিবরিয়া। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি। বরিশাল বাসীরা তার কাছ থেকে কিছুই জানতে পারেনি এখন পর্যন্ত। তবে অনেকেই বলছে বাংলাদেশ সমিতিকে আবারো বেগবান করতে হলে জিএম কিবরিয়াকেই দায়িত্ব নিতে হবে। তবে নির্ভর করছে তার নিজের উপর সে রোমে স্থায়ী ভাবে থাকবে কি থাকবে না।
অন্যদিকে সভাপতি পদে প্রার্থী হতে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদশ সমিতির সিনিয়র সহ সভাপতি হাসান ইকবাল, বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝি, বৃহওর ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ন কবির, ইতালিস্থ শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আঃ রব ফকির, সাধারণ সম্পাদক আফতাব বেপারী।
এ দিকে সাধারন সম্পাদক পদে নির্বাচন করতে পারে বরিশালের কৃতি সন্তান ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। যুবকদের পছন্দের প্রার্থী তিনি। বরিশাল থেকে সভাপতি পদে কেউ প্রার্থী না হলে সাধারণ সম্পাদক পদে তিনি নির্বাচন করবে এমটাই আভাস পাওয়া গেছে।
এছাড়া টাঙাইল জেলা সমিতির সাবেক সভাপতি মজিবর রহমান মিয়া সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবে বলে জানা গেছে। রোমা নর্দ তথা টাঙাইল জেলার মধ্য দিয়ে শক্তিশালী প্রার্থী থাকবে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়াও জামিল আহমেদ, রিয়াজ হোসেন, লুৎফর রহমানটিপু, আব্দুল মজিদ বাবুল, মজিবর রহমান, এমকে রহমান লিটন, নাদিম মাহমুদ, শাহাদাৎ হোসেন রনি, বাবু ঢালী, সুমন ঢালী, শেখ রাশেদ, স্বপন দাস, শেখ ইসহাক, জি আর মানিক, সালাউদ্দিন আহমেদ, এস এ আল মাহমুদ রফিক, নাদিম মিয়া, নয়না আহমেদ, ফয়সাল আহমেদ, সালাউদ্দিন আলী,
আরো অনেকের বিভিন্ন পদে নির্বাচন করার সম্ভবনা রয়েছে। তবে সব কিছুই নির্ভর করছে মনোনয়ন পত্র দাখিলের উপর কে কোন পদে জমা দেয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর