২৩ অক্টোবর, ২০১৭ ২১:৫৭

জেদ্দায় বাংলাদেশি স্কুলের চেয়ারম্যান ও ভাইস প্রিন্সিপাল গ্রেফতার

সৌদি আরব প্রতিনিধি:

জেদ্দায় বাংলাদেশি স্কুলের চেয়ারম্যান ও ভাইস প্রিন্সিপাল গ্রেফতার

১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ মিডিয়াম) জেদ্দা শাখার চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির ও ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

স্থানীয় সময় সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে এখন জেদ্দার সরাফিয়া থানায় রাখা হয়েছে। আগামীকাল তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগে কাজী নিয়ামুল বশির ও ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ এবং ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুমসহ আরো ৭/৮ জনের বিরুদ্ধে তিন মিলিয়ন রিয়ালের দুর্নীতি ও অনিয়মের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে সৌদি পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করলেও বাকিরা এখনও পলাতক রয়েছেন।

এদিকে অভিভাবকদের অভিযোগ,  প্রায় আট বছর ধরে ম্যনেজিং কমিটির দুর্নীতি, অনিয়ম ও অদক্ষ শিক্ষকের অনভিজ্ঞতার কারণে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল ইংলিশ শাখা তার ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছে এবং শিক্ষার মান দিনের পর দিন নষ্ট হয়ে শিক্ষা ব্যবস্থায় চরম দৈন্যদশা বিরাজ করছে।

বিডিপ্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর