১৬ নভেম্বর, ২০১৭ ০১:৩৫

মালয়েশিয়ায় জালিয়াতির অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় জালিয়াতির অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক দম্পতিসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলি।

এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় পাসপোর্ট, ই-কার্ড, আই কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে সবাই বাংলাদেশি- যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের জাল পাসপোর্ট, ই-কার্ডসহ নানা ধরনের কাগজপত্র সরবরাহ করে আসছিল এ চক্রটি।

মুস্তাফার আলি আরও বলেন, গত তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের উপর নজর রাখছিল। মঙ্গলবার সেরি কামবানগান এলাকার সেরডাং এর একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এ চক্রকে আটক করা হয়। চক্রটি জাল কাগজপত্র তৈরি করে মাসে ৩০ হাজার রিঙ্গিত যা প্রায় ছয় লাখ বাংলাদেশি টাকা আয় করত বলেও জানান এই কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর