২০ নভেম্বর, ২০১৭ ১১:৫৩

জেদ্দায় প্রাথমিক সমাপনীতে অংশ নিচ্ছে ২৭১ শিক্ষার্থী

সৌদি আরব প্রতিনিধি

জেদ্দায় প্রাথমিক সমাপনীতে অংশ নিচ্ছে ২৭১ শিক্ষার্থী

বাংলাদেশের সাথে এক যোগে সৌদি আরবের জেদ্দায়ও গতকাল রবিবার থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং কারিক্যুলামে পরিচালিত জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেছে মোট ২৭১ জন শিক্ষার্থী। 

বাংলাদেশের সাথে সময়ের পার্থক্যের কারণে রবিবার সকাল ৮টায় পরীক্ষা শুরু হয়। প্রবাসের এই স্কুলে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনা চলে। এদের মধ্যে ১৫২ জন ছাত্র এবং ১১৯ জন ছাত্রী রয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব হামদুর রহমান জানান, শিক্ষার্থী যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বিগত সময়ের ন্যায় এবারও শতভাগ পাশের সুনাম অক্ষুন্ন রাখার ব্যাপারে তাঁরা আশাবাদী।

জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কনসাল শিক্ষা ও শ্রম কে এম সালাহ উদ্দিন। প্রথম দিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম।

বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর