২২ নভেম্বর, ২০১৭ ১১:০৯

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ‘আনন্দ-সমাবেশ’

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ‘আনন্দ-সমাবেশ’

‘৭ মার্চকে বাঙালি জাতির হাজার বছরের শৃঙ্খল মুক্তির দিক-নির্দেশনা দিবস’ হিসেবে ঘোষণার দাবি উঠেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ‘আনন্দ সমাবেশ’ থেকে। একাত্তরের ৭ মার্চে সোহরাওয়ার্দি উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবিস্মরণীয় ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘ডক্যুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ যুক্ত করায় মঙ্গলবার রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘নিউ মেহজবান পার্টি’ হলে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 

এসময় ড. সিদ্দিক বলেন, ‘বাঙালি জাতির ঐতিহ্যকে মহিমান্বিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ক্রমান্বয়ে উদ্ভাসিত হচ্ছে। বাঙালি হিসেবে এসব কর্মকান্ড আমাদেরকেও গৌরবান্বিত করবে সারাটি জীবন।’ 

হোস্ট সংগঠনের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে প্রতিটি প্রবাসীকে কাজ করতে হবে। এলাকার লোকজনকে উদ্বুদ্ধ করতে হবে নৌকা মার্কায় ভোট দানের জন্যে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, শিল্প সম্পাদক মিসবাহ আহমেদ, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, আবুল হুসেন এবং মাসুদ হুসেন সিরাজি প্রমুখ। 

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু এবং যুগ্ম সম্পাদক সুব্রত চৌধুরীর যৌথ পরিচালনায় ৭ মার্চের প্রেক্ষাপট উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মিসবাহ আবদীন, নান্টু মিয়া, জাফর আহমেদ, যুবলীগের সেবুল মিয়া প্রমুখ। 

 

বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর