২২ নভেম্বর, ২০১৭ ১৩:২৩

'আ ফ ম মাহবুবুল হকের শূন্যতা পূরণ হওয়ার নয়'

অনলাইন ডেস্ক

'আ ফ ম মাহবুবুল হকের শূন্যতা পূরণ হওয়ার নয়'

আ ফ ম মাহবুবুল হকের মতো রাজনীতিকের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। জাতীয় রাজনীতি থেকে শুরু ছাত্র রাজনীতিতে অনুকরণ করার মতো এমন শুদ্ধ রাজনীতিকের শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

বীর মুক্তিযোদ্ধা, বাসদের আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হকের প্রয়াণে ডেনফোর্থ সংলগ্ন ৩০ ডেনটনের পার্টি হাউজে আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা এ মত প্রকাশ করেন।

টরন্টোর সুধী সমাজ আয়োজিত এ শোক সভায় প্রয়াত নেতার রাজনৈতিক সহকর্মী, কর্মী সমর্থক ছাড়াও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। জাসদ-বাসদের সাবেক নেতা কর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী রেজা অনিরুদ্ধ।

সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন আ ফ ম মহাবুবুল হকের ছাত্ররাজনীতির সতীর্থ হাসান আবুল কাসেম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ মিয়া, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব, সাবেক ছাত্রনেতা, ডাকসুর সাবেক এজিএস  নাসিরুদ্দুজা, চাকসুর সাবেক জি এস আজিমউদ্দিন, সাংবাদিক শওগাত আলী সাগর, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন লাল্টু, অরুন দত্ত, শায়লা আহমেদ লোপা, নুর মোহাম্মদ কাজি, উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখার সভাপতি আফসার সাইদ, চলচ্চিত্র নির্মাতা এনায়েত করীম বাবুল, আবদুল হালিম মিয়া, শফিউদ্দিন আহমেদ প্রমুখ।

বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর