২২ নভেম্বর, ২০১৭ ১৪:৪২

মালয়েশিয়া প্রেস ক্লাবের পরিচিতি সভায় প্রবাসীদের মিলনমেলা

প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার

জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া:

মালয়েশিয়া প্রেস ক্লাবের পরিচিতি সভায় প্রবাসীদের মিলনমেলা

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর সেন্তুল কারিকাপালা হল রুমে বাংলাদেশ পেস ক্লাব অব মালয়েশিয়ার পরিচিত সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। 

প্রেস ক্লাবের সভাপতি মনির বিন আমজাদের সভাপতিত্বে ও  সিনিয়র সদস্য এটিএম গোলাম রাব্বানী রাজার উপস্থাপনায় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদান অতি গুরুত্বপূর্ণ। প্রবাসীরা অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন। প্রবাসীরা যেমন কর্মক্ষেত্রে নিজেদের সাফল্য ধরে রাখছেন, তেমনি প্রবাসে সৃজনশীলতা চর্চায়ও অনন্য অবস্থান তৈরি করছেন। প্রবাসবাসী হওয়া সত্ত্বেও তাঁদের সেই সৃজনশীল চর্চায় একটুও চিড় ধরেনি। বরং সৃজনশীলতা চর্চাকে খাপ-খাওয়ানোর প্রচেষ্টা চালিয়েছেন।  

এসময় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে প্রবাসীদের কল্যাণে তথ্যধর্মী প্রতিবেদন বেশি বেশি করে প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরি করার আহ্বান জানান কমিউনিটি নেতারা।

পরিচিতি সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, মোশাররাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, দাতু আব্দুর রউফ লিটন, শহীদ উল্লাহ শহীদ, ড. আরিফ, মো. আহমদ আলী, মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, মো. আবু হানিফ, নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ সোহান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা, তথ্য-গবেষণা সম্পাদক অরিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার পরিচিতি সভায় প্রায় দুই শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে প্রেস ক্লাবের ২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর