১১ ডিসেম্বর, ২০১৭ ১৬:৫০

কুয়েতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

মঈন উদ্দিন সরকার সুমন:

কুয়েতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস মুসলমানদের কাছে এক পবিত্র দিন। বিশ্বের সকল মুসলমান এই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বাংলাদেশেও সথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিনটি।
এই দিনটিকে গুরুত্বের সাথে ব্যপক ঝাকঝমক ভাবে পালন করে চট্টগ্রামবাসী। দেশের মত বিদেশেও চট্টগ্রামের প্রবাসীরা দিনটি পালন করে থাকে।
প্রতি বছরের মত এ বছরও কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুয়েত সিটির গুলশান হোটেলে শনিবার রাতে চট্টগ্রাম সমিতির সভাপতি আলহাজ্ব জাফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণসহ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর