১৫ জানুয়ারি, ২০১৮ ২০:১৫

মহিবুল আরিফের 'প্রবাসী' আসছে ১৮ জানুয়ারি

ইউএই প্রতিনিধি :

মহিবুল আরিফের 'প্রবাসী' আসছে ১৮ জানুয়ারি

মাশারফিকে নিয়ে গান করা চট্টগ্রামের আলোচিত তরুণ কণ্ঠ শিল্পী মহিবুল আরিফ এবার ‘প্রবাসী’ শিরোনামে একক গান নিয়ে আসছেন। দেশের অর্থনীতির ভিত্তি মজবুত রাখা প্রবাসীদের নিয়ে এ গানের কথা লিখেছেন আরব আমিরাত প্রবাসী, সাংবাদিক কামরুল হাসান জনি। সুর ও কণ্ঠ দিয়েছেন মহিবুল আরিফ। সাদাত সাহেদের সংগীতে গানটি রেকর্ড হয়েছে চট্টগ্রামের এস.জে স্টুডিও তে। আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি রিলিজ হবার কথা রয়েছে। এর আগে ‘মনে রেখো’, ‘ফিরে এস ম্যাশ’, ‘তুই ধর্ষক’ ও ‘মানুষ’ শিরোনামে চারটি একক গান করেছেন আরিফ। সবগুলো ছিল তার নিজের লেখা ও সুর করা। এবার প্রথম অন্যের লেখা গানে কণ্ঠ দিচ্ছেন তরুণ এই কণ্ঠ শিল্পী।

‘প্রবাসী’ প্রসঙ্গে মহিবুল আরিফ বলেন, ‘প্রবাসীরা দেশের জন্য অনেক পরিশ্রম করেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। তাদের জন্য অনেক কিছু করেও ঋণ শোধ করা যাবে না। অামি অামার অবস্থান থেকে তাদের জন্য একটু সহানুভূতি প্রকাশের চেষ্টা করেছি। প্রবাসীদের জন্য গান করতে পেরে অনেক অানন্দিত বোধ করছি। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অামার ইউটিউব চ্যানেলে সবাই পাবেন।’ 

গানের লেখক সাংবাদিক কামরুল হাসান জনি বলেন, ‘আমি নিজেও শ্রমিক। সে হিসেবে তাদের কথা আর আমার কথা এক হয়ে যায় সময় সময়। সেই কথাগুলোই মহিবুল আরিফ এবার জানাবেন। প্রবাসী হিসেবে আমরাও সকলের ভালবাসায় বাঁচতে চাই। গানটি উৎসর্গ করছি তাদের নামে, যাদের শ্রমে-ঘামে মজবুত হচ্ছে দেশের অর্থনীতি।’  

উল্লেখ, ‘প্রবাসী’ গানটি থেকে অর্জিত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য খরচ করা হবে।

বিডিপ্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর