১৭ জানুয়ারি, ২০১৮ ০৯:৫৪

নিউইয়র্কে ইমিগ্রেশন বিষয়ক সেমিনার ১৯ জানুয়ারি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

নিউইয়র্কে ইমিগ্রেশন বিষয়ক সেমিনার ১৯ জানুয়ারি

অবৈধ অভিবাসী বিতাড়নে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নানাবিধ অভিযানে ভীত-সন্ত্রস্ত প্রবাসীদের আইনগত পরামর্শ প্রদানের অভিপ্রায়ে ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক সেমিনার অনুষ্ঠিত হবে। ইমিগ্রেশন আইন ও ট্যাক্স বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য বিনা ফি'তে সকলকে অবহিত করতে এই সেমিনারে অভিবাসন সম্পর্কিত এটর্নি, নতুন ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে কী করতে হবে সে ব্যাপারে সার্টিফায়েড পাবলিক একাউন্ট্যান্টরাও (সিপিএ) থাকবেন। পারিবারিক ভিসা, ব্যাঙ্ক্রাপসী আইন, রিয়েল এস্টেট তথা বাড়ি ক্রয়-বিক্রয়ের সুযোগ-সুবিধা নিয়েও খোলাখুলি আলোচনা করবেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞজনেরা। 

উদ্বিগ্ন কমিউনিটির জন্য এমন একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশি আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সার্বিক সহায়তায় মার্কিন এটর্নি ব্যারী সিলভার ও সিপিএ ইয়াকুব খান। 

বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর