২১ জানুয়ারি, ২০১৮ ০৩:১৩

দক্ষতা বাড়ালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে

কামরুল হাসান জনি, ইউএই :

দক্ষতা বাড়ালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএমএ হামিদ বলেছেন, আমাদের বুদ্ধি বৃদ্ধি ও দক্ষতা বাড়ালে সরকারের কোষাগারের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে।’ 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাত শাখার বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরো বলেন, ‘ইঞ্জিনিয়াররা শুধু অর্থনীতিই নয়, ইতিহাসেও স্থান করে আছে স্বর্ণাক্ষরে। মুক্তিযুদ্ধে একমাত্র পেশাজীবী সংগঠন হিসেবে ইঞ্জিনিয়ারদের এই সংগঠন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েই যুদ্ধে অংশগ্রহণ করেছে।’

বৃহস্পতিবার দুবাইয়ে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বাজানো হয় বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সঙ্গীত। পরে প্রবাসী মেধাবী শিক্ষার্থী, রত্নগর্ভা মা ও বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসীদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসে বেড়ে উঠা মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ এভাবে মূল্যায়ন করায় তাদের মধ্যে আরো বেশি একাগ্রতা তৈরি হবে, পড়ালেখার প্রতি আরো বেশি মনোযোগী হবে।’ 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শেকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব( শ্রম) একেএম মিজানুর রহমান, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা, তোবারক হোসাইন লাবু, আশিস বড়ুয়া, শামসুল আলম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন এসএম মহিউদ্দিন ইকবাল। সমাপনী পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপুর পরিচালনায় প্রবাসী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর