শিরোনাম
২১ জানুয়ারি, ২০১৮ ০৯:৫৮

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর অভিষেক

রনি মোহাম্মদ, পর্তুগাল

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর অভিষেক

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে পোর্তো সিটি কর্পোরেশনের থিয়েটার স্যা দি বান্দেইরা'তে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিত করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত রুহুল অালম সিদ্দিকী। নবগঠিত কমিটির সভাপতি শাহ অালম কাজল, সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম, মো. মহিন, আবু তাহের কাসেম, সাধারণ সম্পাদক অাব্দুল অালিম, সহসম্পাদক কামাল উদ্দিন, মো. সুজন, মোর্শেদ আহম্মেদ, কামরুজমান, সাংগঠনিক সম্পাদক মোহাব্বত আলম টিপু মীর মো. আজিজ বেলাল, মোতাহার হোসেন লালন, মাসুদুর রহমান, কোষাধ্যাক্ষ মোহাজ্জেম হোসেন, প্রচার সম্পাদক সামীরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুর রহমানসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর রাষ্ট্রদূতকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

অভিষেক অনুষ্ঠানে রাজধানী লিসবন কমিউনিটি নেতা অাবুল কালাম অাজাদ, শাহাদাত হোসেন, অানসার উল হক, অালম লিটন ছাড়াও পোর্তোর আবু জাফর, শাহ জামাল আজাদ, ফিরোজ আলম, আব্দুল মান্নান, বাহারুল ইসলাম, আনোয়ার জামান, বেলাল হোসেন, মাসুমুর রাহমান, আলমগীর মিন্টো, ইবনে সালে লিঙ্কন প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দেশীয় চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর