২১ জানুয়ারি, ২০১৮ ২২:৩০

ইতালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

এমডি রিয়াজ হোসেন,ইতালীঃ

ইতালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেছে। 

রোমের তরপিনাত্তারায় একটি হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

ইতালী আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া ও মহিলা সম্পাদক হোসনে আরা বেগম।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গাজি মশিউর রহমান, লুৎফর রহমান সহ ইতালী আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী,নজরুল মাঝি, ইকবাল হোসেন, , আব্দুর রউফ ফকির, জসিম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার ,আব্দুর রহমান, দিন মোহাম্মদ দিনু,প্রচার সম্পাদক মান্নান মাতবর, দপ্তর সম্পাদক হাবিব মকদম, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নয়না আহম্মেদ, ইতালী আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সাধারন সম্পাদক খলিল বন্দুকছি। 

এছাড়াও রোম মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগসহ আওয়ালীলীগের সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে উন্নয়শীল বাংলাদেশ তৈরির বাস্তব প্রতীক জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

বিডিপ্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর