২২ জানুয়ারি, ২০১৮ ২৩:৫০

রোমে গাজীপুর জেলাবাসীর মত বিনিময়

এমডি রিয়াজ হোসেন, ইতালি

রোমে গাজীপুর জেলাবাসীর মত বিনিময়

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ফেব্রুয়ারি ইতালির রোমে সরকারি সফরে যাবেন। তার এ সফরকে ঘিরে ইতালির রাজধানী রোমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে শুভেচ্ছা জানানোর জন্য ইতালিতে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরা ইতালি আওয়ামী লীগকে সহযোগিতা করতে মত বিনিময় সভা করছে। এরই ধারাবাহিকতায় ইতালীস্থ গাজীপুর জেলাবাসী রবিবার মত বিনিময় সভা করেছে। 

রোমের তুসকোলনা একটি হল রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। 

ইতালিস্থ গাজীপুর জেলা সমিতির সভাপতি সাবেক ছাত্রনেতা সোহরাব হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মুজিবর সরকার, ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি জাহাঙ্গীর ফরাজী, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির, যুগ্ম সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীনু, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্ধুকছী, তুসকোলনা আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম, আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ প্রমুখ। এসময় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বক্তরা ইতালি আওয়ামী লীগের সাথে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর