৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:২৯
ওয়াশিংটনে প্রবাসীদের সেমিনার

মার্কিন প্রবাসীদের মূলধারায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :

মার্কিন প্রবাসীদের মূলধারায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে গত ৪ ফেব্রুয়ারি রবিবার গুরুত্বপূর্ণ এক সেমিনার অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে লইসিডেল কোর্টে ( Loisdale court, Springfield Virginia) অনুষ্ঠিত এই সেমিনারে মূলত আমেরিকান সোসাইটির উন্নয়নের জন্য বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়কে মূলধারায় আরো জোরালোভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান উচ্চারিত হয়। 

"ব্রিজ টু মেইনস্ট্রিম আমেরিকা" (BRIDGE TO MAINSTREAM AMERICA) শীর্ষক এ সেমিনারে আলোচকদের অন্যতম ছিলেন লি সিটির ডিস্ট্রিক্ট সুপারভাইজার জেফ ম্যাককে (Jeff McKay who is the District Supervisor at the Lee), সিটিজেন নামক একটি ম্যাগাজিনের সম্পাদক ড. মোহসীন সিদ্দিক, পিপলএনটেক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিফ, এএআরপির সোস্যাল সিকিউরিটি বিশেষজ্ঞ প্যাট্রিক কেলী (Patrick Kelley , Social Security Expert at the AARP) প্রমুখ গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তারা সকলেই রিপাবলিকান পার্টি অথবা ডেমক্র্যাটিক পার্টিতে যুক্ত হবার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। এটি হলেই প্রবাসীদের অনেক সমস্যার দ্রুত সমাধান ঘটবে। প্রশাসনে গুরুত্ব বাড়বে বলেও উল্লেখ করেন। 

মূল বক্তব্য উপস্থাপনকালে ইঞ্জিনিয়ার আবু হানিফ যুক্তি-তর্কের অবতারণা করে বলেন, ‘বাংলাদেশি প্রজন্ম অনেক মেধাবি। তারা সর্বত্র ভালো করছে। কিন্তু চাকরিতে যোগদানের সময় অনেকেই রেফারেন্স পাচ্ছে না। এদেশে ভালো জবের ক্ষেত্রে রেফারেন্সের গুরুত্ব অপরিসীম। এই সংকট দূর হবে আমরা যদি মূলধারায় সম্পৃক্ত হই।’ 

হানিফ উল্লেখ করেন, ‘আমেরিকান ডলার দিয়ে বাংলাদেশে কেনাকাটা সম্ভব নয়। একইভাবে আমেরিকাতেও বাংলাদেশের টাকা ব্যবহারের সুযোগ নেই। অর্থাৎ আমরা যারা যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ নিয়েছি, তাদেরকে মার্কিন রাজনীতি ও প্রশাসনের সাথে মিশে যেতে হবে। যুক্তরাষ্ট্রের অধিকার এবং সুযোগ-সুবিধা আদায়ের স্বার্থেই এর বিকল্প নেই।’


 
মূলধারায় কর্মরত সুহা খন্দকারও প্রাঞ্জল ভাষায় একই মনোভাব পোষণ করেন। আর্শি কিবরিয়া বলেন, ‘নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব পরিহার করে আমেরিকান স্বপ্ন পূরণে সকলকে মূলধারায় একিভূত হতে হবে।’ 

জেফ ম্যাককে বলেন, ‘নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব অপরিসীম। সেই নির্বাচনে আমেরিকান মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।’

প্যাট্রিক ক্যালী বলেন, ‘যারা সিটিজেনশিপ নিয়েছেন, তাদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে হবে। ভোট না দিলে মার্কিন প্রশাসনে কোনো নাগরিকের গুরুত্ব থাকে না।’

বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর