১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ২২:১৪

কানাডায় বাংলাদেশ উৎসবে জাস্টিন ট্রুডোর শুভেচ্ছা বার্তা

অনলাইন ডেস্ক

কানাডায় বাংলাদেশ উৎসবে জাস্টিন ট্রুডোর শুভেচ্ছা বার্তা

কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইলের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ এপ্রিল টরন্টোর ২৩০০ ফার্মেসি এভিনিউতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। এই ফেস্টিভ্যাল উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রি জাস্টিন ট্রুডো অফিসিয়াল শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। 

কানাডার প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তায় বলেন, ‘এবার চতুর্থবারে মতো বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ফেস্টিভ্যালে যোগদানকারী সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। এই আয়োজনে বাংলাদেশী কানাডিয়ানদের সমৃদ্ধ সাংস্কৃতিক র্চ্চার সুযোগ থাকবে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশি কানাডিয়ানদের সম্মান জানানো হবে। আমি আশা করছি, ফেস্টিভ্যালে অংশগ্রহনকারীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন উপভোগ করবে।’  

জাস্টিন ট্রুডো আরো বলেন, ‘আমি বাংলাদেশ ফেস্টিভ্যাল কমিটিকে ধন্যবাদ জানাতে চাই এজন্য যে, তারা অসাধারণ একটি আয়োজন করতে যাচ্ছেন। কারণ নিজেদের কৃস্টি এবং সংস্কৃতি কানাডীয় বন্ধুদের মাঝে পরিচিত করার এটা একটা অবারিত সুযোগ। এবারের বাংলাদেশ ফেস্টিভ্যাল আনন্দময় এবং স্মরণীয় হয়ে উঠুক-এই শুভকামনা আমার।’ 

কানাডার প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তায় ফেস্টিভ্যাল কমিটির সকল সদস্যের মনে আনন্দের জোয়ার বইছে। বাংলাদেশ ফেস্টিভ্যালের কনভেনর শহিদুল ইসলাম মিন্টু বললেন, ‘আমাদের এই আয়োজন উপলক্ষে গতবছরও মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন। এবারও তার থেকে শুভেচ্ছাবার্তা পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের জন্য অনেক সম্মানের। তার এই শুভেচ্ছাবার্তা আমাদের আরো উৎসাহিত করবে।’
 
বাংলাদেশ ফেস্টিভ্যালের চীফ কনভেনর আব্দুল হালিম মিয়া বললেন, ‘কানাডা-বাংলাদেশের সংস্কৃতি, কৃস্টি এবং ঐতিহ্যের মধ্যে সেতুবন্ধন রচনা করাই এই আয়োজনের  মূল লক্ষ্য। হাজার হাজার দর্শকের উপস্থিতি এই আয়োজনের মূল প্রাণ। এবারও ব্যতিক্রম হবে না।’

ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান রেজাউল কবির বলেন, ‘বাংলাদেশ ফেস্টিভ্যালকে সফল করার জন্য ৭০ সদস্যের ভলান্টিয়ার টীম কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতায় এবারের আয়োজনও সফল হবে।’

এবারের বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চ মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভমিতা ও আগুন। থাকছেন জনপ্রিয় টিভি মুখ লুতফুন নাহার লতা। পল্লীগীতির মুকুটহীন সম্রাট আব্দুল আলীমের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকছে তার পরিবারের সদস্যদের পরিবেশনা। টরেন্টোসহ কানাডার বিভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনাতো থাকছেই। 

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্টারিও প্রিমিয়ার ক্যাথলিন উইন ও টরেন্টো সিটি মেয়র জন টরি। উদ্বোধন করবেন কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্টারিও’র ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মিনিস্টার ল্যরা এ্যালবেনিজ, কুইবেকের অনারারি কনসাল জেনালে ডা. মো: জামিলুর রহিম, বাংলাদেশী অধ্যুষিত বিচেস-ইস্টইয়র্ক  রাইডিংয়ের ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, টরন্টো সিটি কাউন্সিলর, ফ্যাসিলিটিজ কমিটির চেয়ার জিম কিরিয়ানজিনস, টরন্টো সিটির বাজেট কমিটির চেয়ার কাউন্সিলর গেরি ক্রাফোর্ড, কাউন্সিলর নিথান শানসহ আরো অনেকে। 

বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত-তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর