১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:৩৭

কাতারে জাতীয় ক্রীড়া দিবসে আলনূর সেন্টারের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ

কাতারে জাতীয় ক্রীড়া দিবসে আলনূর সেন্টারের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সুস্থ দেহে সুস্থ মন তাই খেলাধুলা ও শরীর চর্চাকে উৎসাহিত করতে কাতার সরকার প্রতি বছর ফেব্রুয়ারির দ্বিতীয় মঙ্গলবার জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করে থাকে। এ উপলক্ষে গত মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি আলনূর কালচারাল সেন্টার কাতারের উদ্যোগে দোহা ইসলামিক মিউজিয়াম পার্কে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে।

ম্যাচ শেষে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলনূরের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূর, সমাজ কল্যাণ বিভাগীয় পরিচালক পেয়ার মুহাম্মদ, সমাজ কল্যাণ সহকারী প্রকৌশলী জাহেদুল ইসলাম, নির্বাহী সদস্য প্রকৌশলী এম এ মুকিত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলনূর গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাছির উদ্দিন।

মাওলানা ইউসুফ নূর বলেন, শরীর চর্চার উদ্দেশে খেলাধুলা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয়।  আল্লাহ দুর্বল মুমিনের চেয়ে সবল মু’মিনকে বেশি ভালবাসেন।  তাই ইসলামী বিধানের আলোকে ক্রীড়ানীতি প্রণয়ন ও সমাজে এর যথাযথ বাস্তবায়নে সবাইকে উদ্যোগী হতে হবে।

বিডিপ্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর