১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৩১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টরন্টোতে বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টরন্টোতে বিশেষ আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি জানিয়ে দিনটি উদযাপনে বিশেষ কর্মসূচি নিয়েছে টরন্টো সিটি করপোরেশন। ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সিটি হলের মেম্বারস লাউঞ্জে হবে এই অনুষ্ঠান। সিটি মেয়র জন টরি এতে উপস্থিত থাকবেন।

সিটির পক্ষে কাউন্সিলর জেনেট ডেভিস এবং অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইনক এর প্রেসিডেন্ট ম্যাক আজাদ সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে ম্যাক আজাদ বলেন, সিটি কর্তৃপক্ষের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন বাংলাদেশি কমিউনিটির জন্য বিশেষ সম্মানের ব্যাপার।একুশের চেতনা, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কানাডার মূলধারায় প্রতিষ্ঠা করতে হবে। সিটির এই আয়োজন একুশের আবেদনকে মূলধারায় প্রতিষ্ঠার পথে অসামান্য অগ্রগতি।

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর