২২ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:৪৫

ইতালীর রাষ্ট্রদূতের সাথে সাংবাদিকদের বৈঠক

ইতালী প্রতিনিধি

ইতালীর রাষ্ট্রদূতের সাথে সাংবাদিকদের বৈঠক

জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সফরকালে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা আওয়ামী লীগ। গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রবেশে অসহযোগিতার কারণে সৃষ্টতা জটিলতার অবসান ঘটেছে। 

রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের সাথে বাংলা প্রেসক্লাব ইতালীর সহ-সভাপতি রিয়াজ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল  মঙ্গলবার এক বৈঠকে মিলিত হন।

এরই পরিপেক্ষিতে বুধবার সন্ধ্যায় বাংলা প্রেসক্লাব ইতালীর এক জরুরি সভা তরপিনাত্তারার এক রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। 

জরুরি সভায় সংশ্লিষ্ট সংবাদ প্রচারের যে বিধি নিষেধ জারি করেছিল তা প্রত্যাহার করা হয়। 

নির্বাহী কমিটি আশা প্রকাশ করে ইতালীর দূতাবাস আগামী দিনে স্থানীয় সাংবাদিকদের অধিকার সম্পর্কে সজাগ দৃষ্টি রাখবে, ইতালীতে বসবাসরত ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইনসহ সকল মিডিয়া কর্মীরা প্রবাসীদের কল্যাণে দায়িত্ব পালন করবে।

বাংলা প্রেসক্লাব ইতালীর সিনিয়র সহ-সভাপতি জমির হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএম হক রাজু। আরও বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লাবণ্য অঞ্জন চৌধুরী, সদস্য মনিরুজ্জামান মনির, হাসান মাহমুদ, আমির হোসেন লিটন, আখিঁ সীমা কাওসার প্রমুখ।

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর