১৮ মার্চ, ২০১৮ ০৫:১২

কুয়েতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত:

কুয়েতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

সারা বিশ্বের মত যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

১৭ মার্চ বিকালে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুয়েত প্রবাসী প্রায় ১০০ জন বাংলাদেশী শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কাউন্সিলর আনিসুজ্জামানের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতি মন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। সভায় কুয়েত প্রবাসীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে ছিল দোয়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর