১৮ মার্চ, ২০১৮ ১৩:০০

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

আনিসুল হক, ভিয়েনা

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জন্মদিনের কেক কাটা হয়।

এছাড়া অষ্ট্রিয়ার ভিয়েনার সিটি গেইট হলে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজীব্য বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ'। এছাড়া 'বঙ্গবন্ধুর জন্মদিন' শীর্ষক আলোচনা  সভার আয়োজন করা হয়।

সভায় ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহী দাস সাহা, শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, জহিরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির অব্যাহত সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/ফারজানা
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর