১৯ মার্চ, ২০১৮ ১৩:৪৬

প্রবাস-প্রজন্মে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় নেতৃত্ব ছড়িয়ে দেয়ার সংকল্প

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

প্রবাস-প্রজন্মে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় নেতৃত্ব ছড়িয়ে দেয়ার সংকল্প

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর জন্য নিউইয়র্কে প্রবাস-প্রজন্মের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। 

৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার নিউইয়র্ক সিটির ইত্যাদি পার্টি হলে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় আরো জানানো হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম সম্পর্কে নতুন প্রজন্মে স্পষ্ট একটি ধারণা দিতে হবে। 

‘বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির মুক্তির দিশারী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের বঞ্চিত-নীড়িত মানুষের মুক্তির পথিকৃৎ-এসব তথ্য সবিস্তারে মার্কিন মুল্লুকেও প্রচার করতে হবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানো হবে’-এসব তথ্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী।

হোস্ট সংগঠনের যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান টুকুর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন অপর যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া। 

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রযাত্রার সমর্থনে আন্তর্জাতিক জনমত সোচ্চার করার পাশাপাশি প্রবাসীদের ঐক্যবদ্ধ করার সংকল্প ব্যক্ত করে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেফায়েত চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা মনিরউদ্দিন, মুক্তিযোদ্ধা ড. এম এ বাতেন ও শরাফ সরকার, কম্যুনিটি লিডার নব্যেন্দু দত্ত, ডা. টমাস দুলু রায়, চন্দন দত্ত প্রমুখ। অনুষ্ঠানের শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় উৎসবমুখর পরিবেশে। 

বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর