২০ মার্চ, ২০১৮ ১১:১৯

খালেদা ইস্যুতে আশ্বাস কংগ্রেসম্যান হাকিম জেফরীর

এনআরবি নিউজ, নিউইয়র্ক

খালেদা ইস্যুতে আশ্বাস কংগ্রেসম্যান হাকিম জেফরীর

মার্কিন কংগ্রেসে জুডিশিয়ারি কমিটির প্রভাবশালী সদস্য এবং বাংলাদেশ ককাসের মুখপাত্র হাকিম জেফরী বলেছেন, বেগম খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ে শীঘ্রই কংগ্রেসের সহকর্মীদের সাথে কথা বলবেন। একইসাথে ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রেসম্যান আরও বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি মজবুত রাখতে যুক্তরাষ্ট্র সবসময় সহায়তা দিয়ে যাবে।

যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সকালে কংগ্রেসম্যানের সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি।

'খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে কারাগারে নেয়া হয়েছে’ অভিযোগ করে বিএনপি নেতা বাদল কংগ্রেসের সহায়তা চান তার কারামুক্তির জন্যে। তারই পরিপ্রেক্ষিতে কংগ্রেসম্যান জেফরী বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি, কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান গ্রেগরী মিক্সসহ কয়েকজন কাজ করছেন। আমি তাদের সাথে শীঘ্রই এ ইস্যুতে কথা বলবো।বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানেও যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই ৫ বছর যাবত। এজন্যে অনেকেই হতাশায় আক্রান্ত হয়ে মূলধারায় লবিংয়ের আগ্রহ হারিয়ে ফেলেছেন। এমনি অবস্থায় আকতার হোসেন বাদল বিএনপির পক্ষে মার্কিন কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এর আগে জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টেও বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশের পরিস্থিতির আলোকে স্মারকলিপি প্রদান করেছে।

বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর