২০ মার্চ, ২০১৮ ১৭:২৩

আবুধাবিতে ইউনিটেড গ্রুপের নতুন প্রতিষ্ঠান

ইউএই প্রতিনিধি:

আবুধাবিতে ইউনিটেড গ্রুপের নতুন প্রতিষ্ঠান

প্রবাসের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বহিঃবিশ্বে দেশকে ইতিবাচকভাবে তুলে ধরছেন প্রবাসীরা। রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে তাদের নিরলস পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এমন মন্তব্য করেন জনতা ব্যাংকের সিইও আমিনুর হাসান।   

সম্প্রতি আবুধাবিতে চট্টগ্রামের রাউজান প্রবাসী কামাল উদ্দিন, জামাল উদ্দিন, লোকমান হোসেন ও ইমরান হোসেনের যৌথ পরিচালিত “‌‌ইউনিটেড গ্রুপে”র ১৮তম ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানির প্রথম সুপার মার্কেট ইউনিটেড এক্সপ্রেস সুপার মার্কেট এলএলসি উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। 

আবুধাবির মরু রোড আল-নাহিয়ান এলাকার এই সুপার মার্কেটে বাংলাদেশের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও দেশীয় শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে এর যাত্রা বলে জানান উদ্যোক্তারা। এসময় প্রবাসী ব্যবসায়ী বশির ভূঁইয়া, সরোয়ার আলম, জনতা ব্যাংকের ম্যানাজার আব্দুর রাজ্জাক মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর