Bangladesh Pratidin

প্রকাশ : ২২ মার্চ, ২০১৮ ১৫:০৯ অনলাইন ভার্সন
আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদককে জেনেভায় অভ্যর্থনা
সুইজারল্যান্ড প্রতিনিধি
আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদককে জেনেভায় অভ্যর্থনা

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে জেনেভা বিমান বন্দরে অভ্যর্থনা সুইজারল্যান্ড আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আমিরাত এয়ারওয়েজের একটি ফ্লাইটে জেনেভা বিমান বন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

এসময় সুইজারল্যান্ড আগমন উপলক্ষে ড. শাম্মী আহমেদকে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত সুইজারল্যান্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী ফুলেল শুভেচ্ছা জানান।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের আমন্ত্রণে ও জাতিসংঘে Geneva Conference on 'Countering Violent Extremism:  European Context and the Bangladeshi Diaspora' এ অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ সুইজারল্যান্ড গেছেন। 

ড. শাম্মী আহমেদ হোটেলের লবিতে আলোচনা সভা হয়। এসময় উপস্থিত ছিলেন সুইজাল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা মুনির চৌধুরী, সহ সভাপতি অরুন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আবদুল হক মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিহাব উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক সসীম গৌড়ীচরন, বেলাল চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার প্রমুখ।

বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৮/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow