শিরোনাম
২৪ মার্চ, ২০১৮ ০৯:৩১

উত্তর আমেরিকার বাজারে ‘বাংলাদেশ প্রতিদিন’

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

উত্তর আমেরিকার বাজারে ‘বাংলাদেশ প্রতিদিন’

‘বাংলাদেশ প্রতিদিন’র উত্তর আমেরিকা সংস্করণের প্রথম ও শেষ পাতা। ছবি-এনআরবি নিউজ।

১৯তম পত্রিকা হিসেবে উত্তর আমেরিকার বাজারে এসেছে ‘বাংলাদেশ প্রতিদিন’। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২৩ মার্চ (শুক্রবার) পত্রিকাটি নিউইয়র্কে বিতরণ করা হয়েছে। একই সাথে কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত সিটিসমূহেও প্রেরণ করা হয়েছে। 

বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক-মুক্তিযোদ্ধা লাবলু আনসার। টানা ২২ বছর সাপ্তাহিক ঠিকানার সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী লাবলু আনসার গত ৫ মার্চ ঠিকানা ছেড়ে ‘বাংলাদেশ প্রতিদিন’-এ যোগ দেন। 

৪৮ পাতার এই উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক-প্রকাশকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
নিউইয়র্ক থেকে আরও ১৮টি সাপ্তাহিক পত্রিকা বের হয় বাংলা ভাষায়। 

বাংলাদেশ প্রতিদিনে প্রবাসীদের সংবাদকে প্রাধান্য দেয়া হয়েছে। প্রথম ও শেষের পাতায় প্রবাসীদের কথকতা স্থান পেয়েছে। 

বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর