২৪ মার্চ, ২০১৮ ১০:৫০

সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় টরন্টোতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় টরন্টোতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

কানাডার টরন্টোতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান আয়োজনে এবার নেতৃত্ব দিচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। নতুন গঠিত এই জোটটি টরন্টোর সর্বসাধারণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল জাতীয় দিবস উদযাপনের পরিকল্পনাও নিয়েছে বলে জানা গেছে। 

আয়োজকরা জানান, ৩৮০ বার্চমাউন্ট রোডের গ্রান্ড প্যালেস কনভেনশন সেন্টারে ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা শুরু হবে। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে অনুষ্ঠানস্থলে। সেখানে প্রবাসী বাংলাদেশিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীরদের শ্রদ্ধা জানাবেন। এরপর রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। টরন্টোর বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান এতে অংশ নেবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ এবং স্বাধীনতা দিবসের আয়োজনের মূল নেতৃত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি। তারা মনে করছেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্ব কমিউনিটিতে সুস্থ সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করবে।

বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর