২৪ মার্চ, ২০১৮ ১১:১৪

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সাফল্য উদযাপন কুয়েতে

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত:

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সাফল্য উদযাপন কুয়েতে

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সাফল্য উদযাপন উপলক্ষে কুয়েতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাল্টিপারপাস হল রুমে দূতাবাস আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যাক প্রবাসী স্বপরিবারে উপস্থিত ছিলেন।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় উন্মুক্ত আলোচনায় প্রবাসীরা বক্তব্য রাখেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মের প্রশংসার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন। দেশের এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাসী ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগীরুল ইসলাম, কাউন্সিলর শ্রম আব্দুল লতিফ খান, ১ম সচিব জহিরুল ইসলাম খান, সোনালী ব্যাংক
প্রতিনিধি সাফায়ত হোসেন পাটোয়ারী, ডাক্তার মনির হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সভাপতি লুতফর রহমান মোখাই আলীসহ অসংখ্য সুধীজন।

আনন্দময় এই দিনটিকে ঘিরে কুয়েত বাংলাদেশ দূতাবাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। 

আলোচনা শেষে কুয়েত প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর