১৯ এপ্রিল, ২০১৮ ০৮:১৮

বর্ণিল সাজে বাহরাইনে বাংলা নববর্ষ

একরামুল হক ( টিটু) বাহরাইনঃ

বর্ণিল সাজে বাহরাইনে বাংলা নববর্ষ

পুরনো বছরের সুখ, দুঃখ আর জীর্ণ-শীর্ণ রাতের অবসানে, অনাবিল সুখ সমৃদ্ধির বাণী নিয়ে দিগন্তে উন্মোচিত হল বাংলা নববর্ষের নতুন সূর্য। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের উৎসবের স্বাদ গ্রাম বাংলার কৃষকদের থেকে শহর অতিক্রম করে এবার এর ছোঁয়া লেগেছে ভিনদেশেও।এসো হে বৈশাখ এসো সুরে সাড়া দিয়ে বৈশাখ সত্যিই এসে গেল বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মাঝেও।

সপ্তাহ ব্যাপী নানা উৎসবে আমেজে মেতে উঠেছে এখানকার বাংলাদেশিরা।এ উৎসব ছড়িয়ে পড়েছে বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটি,প্রবাসী বন্ধু মহল,বাহরাইনস্থ রায়কোট সমাজ কল্যান পরিষদ,বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামীলীগ, পার্সন হোটেল সহ অসংখ্য রাজনৈতিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মাধ্যমে। নববর্ষের ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ, মরিচ পোড়া, বেগুন ফ্রাই, আমের বক্তা,দুধ, কলা,গুড়, মুড়ি,চিড়া সহ গ্রাম বাংলার পিঠাপুলির আয়োজন ছিল সকল হোটেল রেস্তোরা সহ সর্বত্রে।

পহেলা বৈশাখ রঙে ডঙে রঙিন রূপে আসা এ বৈশাখ সবাইকে পরিয়ে দিল রঙ্গিন পাঞ্জাবী।রঙ্গিন পাঞ্জাবী পরিহিত সবাই একে একে মিলিত হয় কমিউনিটির আয়োজনে স্থানীয় বাহরাইনের হোটেল সেরাটনে।উপস্থিত অতিথিদের মাঝে সর্ব প্রথমে শুভেচ্ছা বিমিময় পর্ব,  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর এ সময় এতে বাংলা নববর্ষের কেক কেটে বাংলা ১৪২৫ বর্ষ উদযাপন করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ( কূটনৈতিক উইং) মেহদী হাসান।উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর( প্রথম সচিব,শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। 

এছাড়া সোসাইটির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম বাবু,প্রবাসী ফোরামের সভাপতি আনিসুজ্জামান মজুমদার,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শাহজালাল,সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক মানিক হাসান মিলু, যুবলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক গণ মাধ্যম ব্যাক্তিত্ব মিসবাহ আহম্মেদ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সভাপতি হামেদ কাজী হাসান,সহ সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ স্কুল পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী আইনুল হক।

বছরের দ্বিতীয় দিনে বৈশাখী উৎসবে স্থানীয় ডলপিন গার্ডেনে মিলিত হন বাহরাইনস্থ রায়কোট সমাজকল্যান পরিষদ।এতে নেতৃত্ব দেন পরিষদের খোরশেদ আলম মজুমদার,মোঃ শরীফ,জহির মজুমদার,সপন হাজারী,সাহাব উদ্দিন, ইসরাফিল আশিক। একই দিন ব্যাপক আয়োজন নিয়ে স্থানীয় হুরা পারসন হোটেলে  বৈশাখী উৎসবে মেতে উঠেন বাহরাইন প্রবাসী বন্ধু মহল।এতে অংশ গ্রহন করেন হোটেলের কাজী রিপন, ম্যানেজার জিয়া উদ্দিন পাটোয়ারী,সোসাইটির সহ সভাপতি আহসান আনোয়ার সুমন,আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের মজুমদার,সহ সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বৈশাখীর ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ও পিঠাপুলি সহ নানা আয়োজনে  স্বপরিবারে স্থানীয় ম্যারিনা গার্ডেনে বৈশাখী উৎসব করেন বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামীলীগ।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু,সাধারন সম্পাদক ইমাম হোসেন বাবুল,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহম্মেদ,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামাল।এতে নেতৃত্ব দেন দলের সভাপতি জহির উদ্দিন বাবর,সাধারন সম্পাদক এম এ হাশেম,সহ সভাপতি মনসুর আহম্মেদ প্রমূখ। 

বাংলা নববর্ষ উপলক্ষে বাহরাইনের দৃষ্টি নন্দন দৃশ্য আর বৈশাখীর নানা আয়োজন সবাইকে মুগ্ধ করে তোলে।প্রবাসে বৈশাখীর এমন আয়োজন মনে হয় যেন গ্রাম বাংলার কৃষকের সেই চির চেনা ঐতিহ্য ফিরে পাওয়া।আর এটির সাথে যেন যুগ যনমের মিলন।একই সাথে কর্মব্যস্ত মানুষ গুলোর দিনের ক্লান্তি আর সকল দুঃখ দুর্দশা যেন নিমিশে মিশে গেছে বৈশাখীর নানা আয়োজনে আর সাজের তরঙ্গে।তাইতো রঙ্গে রঙ্গে রঙ্গিন হয়ে বাহরাইনে যেন বৈশাখী সেজেছে রঙ্গিন সাজে। 

বিডিপ্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর