শিরোনাম
২৭ এপ্রিল, ২০১৮ ১২:৫৯

বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সৌদিতে সভা

সৌদি আরব প্রতিনিধি

বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সৌদিতে সভা

সম্প্রতি ঢাকায় কর্মরত বাংলা টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানের উপর পুলিশি নির্যাতনসহ সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।

রিয়াদের বদর আল সামা হল রুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক নিউজটোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল-আমীন।

সহ-সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভির সৌদি আরব প্রতিনিধি এম এইচ প্রিন্স আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দফতর সম্পাদক সময় টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, অর্থ সম্পাদক মিলেনিয়াম টিভির সৌদি আরব প্রতিনিধি সাইফুল ইসলাম অপুর্ব, প্রচার সম্পাদক পল্লী টিভির সৌদি আরব প্রতিনিধি আবুল কালাম আজাদ লিটন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক যমুনা টিভির রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, বদর আল সামা মেডিক্যালের ডিএমডি জাহাঙ্গীর আলম, সোহেল আলম ও শ্রমিকলীগ নেতা শেখ জামাল।

এসময় বক্তারা বলেন, অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যদের কারণে পুরো পুলিশ বাহিনীসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যারা সাংবাদিক নির্যাতনের মতো ন্যাক্কারজনক কাজে জড়িত অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

সভায় সড়ক দুর্ঘটনায় আহত সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সভাপতি মোহাম্মদ আবুল বশিরের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর