১৯ মে, ২০১৮ ১০:৪৮

কুইবেকে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগ

অনলাইন ডেস্ক

কুইবেকে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগ

সংগৃহীত ছবি

কুইবেকে বাংলাদেশের অনারারী কনসাল জেনারেল ডা. জামিলুর রহিম পদত্যাগ করেছেন। সরকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে গত সপ্তাহেই দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে ডা. জামিল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন বলে জানা যায়। 

এই ব্যাপারে ডা. জামিলুর রহিম বলেন, ব্যক্তিগত এবং পারিবারিক কারণে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিলো না। 

ডা. জামিল বলেন, একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান হিসেবে ব্যক্তিগত অবস্থানকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা অব্যাহত রাখবেন।

খোঁজ নিয়ে জানা যায়, কানাডার আইনে কোনো দেশের কনসাল জেনারেলকে সংশ্লিষ্ট প্রভিন্সের বাসিন্দা হতে হয়। টরন্টোতে বসবাসরত ডা. জামিল নিজে মন্ট্রিয়লে বসবাস শুরু করলেও তার পরিবারের সদস্যরা টরন্টোতে থাকাকেই প্রাধান্য দিচ্ছিলেন। কিন্তু কুইবেক সরকার তাতে সম্মত হয়নি। এই অবস্থায় ডা. জামিল পরিবারের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সূত্র: নতুনদেশ ডটকম

বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর