২৬ মে, ২০১৮ ১৮:২৫

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে আলোচনা তুঙ্গে

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে আলোচনা তুঙ্গে

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে আলোচনা পর্যালোচনা। এ সংগঠনের নেতৃত্বে কারা আসছেন, এ নিয়েও থেমে নেই জল্পনা কল্পনা। 

স্পেনে বাংলাদেশিদের সবচেয়ে পুরাতন এ সংগঠনের ২০১৬-২০১৭ সেশনের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৬ মার্চ মাদ্রিদের প্রবীণ ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী জুন-জুলাইয়ের মধ্যে কমিটি করার জন্য কাজ করে যাচ্ছে এ আহবায়ক কমিটি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের গঠনতন্ত্র অনুযায়ি ‘ইলেকশন’ এর মাধ্যমে কমিটি গঠন করার কথা বলা হলেও বিগত দু‘টি সেশনে ‘সিলেকশন’ এর মাধ্যমে কমিটি গঠন করা হয়। তবে এবার পটভূমি ভিন্ন। ‘ইলেকশন’ এর পক্ষে কয়েকটি আঞ্চলিক সংগঠনের প্রার্থীরা জোরালো গণসংযোগ চালাচ্ছেন। 

তবে আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আহবায়ক কমিটির আসন্ন সভাতেই নির্ধারিত হবে ‘ইলেকশন’ কিংবা ‘সিলেকশন’ এর মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া। আর এ প্রক্রিয়া নিয়ে হিসেব নিকেশও কষছেন বাঙালি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। প্রতিদিন ইফতারের পর মাদ্রিদের বাঙালিপাড়া হিসেবে খ্যাত ‘লাভাপিয়েস’ এর বার রেষ্টুরেন্টের কফি/চায়ের আড্ডায় ‘ইলেকশন’ না ‘সিলেকশন’ এ বিষয়টি প্রাধান্য পাচ্ছে। 

নতুন কমিটিতে স্থান করে নেয়ার জন্য লাভাপিয়েস চত্বরে গভীর রাত অবধি জনসংযোগে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ আঞ্চলিক সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিজেদের পছন্দের প্রার্থী নিয়ে শোডাউনও করতে দেখা গেছে। তবে সুনির্দিষ্টভাবে প্রার্থী নির্বাচন এখনো করতে পারেনি কোন আঞ্চলিক সংগঠন। দুই একজন প্রার্থী হবার ইচ্ছে সরাসরি প্রকাশ করলেও অনেকেই রয়েছেন নিজ অঞ্চলের ‘মুরব্বি’দের মুখের দিকে তাকিয়ে। 

তবে সভাপতি পদে প্রার্থী হিসেবে এখন পর্যন্ত যাদের নাম উচ্চারিত হচ্ছে; তারা হলেন- সংগঠনটির সদ্য প্রাক্তন সিনিয়র সহ সভাপতি চট্টগ্রামের কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি সিলেটের আল মামুন, প্রাক্তন সভাপতি স্পেন আওয়ামীলীগ নেতা এএসআই রবিন, প্রাক্তন  সাধারন সম্পাদক সাংবাদিক মিনহাজুল আলম মামুন,  স্পেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী দুলাল সাফা, স্পেন আওয়ামীলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদ্য প্রাক্তন সহ সভাপতি চাঁদপুরের জাকির হোসেন, নোয়াখালির মোহাম্মদ বেলাল। 

সাধারন সম্পাদক পদে প্রার্থী তালিকায় এখন পর্যন্ত যাদের নাম উচ্চারিত হচ্ছে- সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক সিলেটের কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সিপার আহমদ, স্পেন আওয়ামীলীগ নেতা চাঁদপুরের জহিরুল ইসলাম নয়ন, ব্রাহ্মনবাড়িয়ার মহসিন আহমেদ। 

এছাড়াও আওয়ামীলীগ নেতা  শেখ আব্দুর রহমান, বিএনপি নেতা আবু জাফর রাসেল, ব্যবসায়ী আল আমিন, হুমায়ুন কবির রিগ্যান, জেন্স সিপারসহ আরো অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করার সম্ভবনা রয়েছে। তবে অঞ্চলভিত্তিক নির্বাচিত প্রার্থীরাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কমিটিতে ‘ইলেকশন’ বা ‘সিলেকশন’ এর জন্য লড়বেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বাঙালি কমিউনিটির উন্নয়ন তথা প্রবাসীদের অধিকার আদায় ও সংরক্ষণের পাশাপাশি বাঙালি নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি লালনের প্রত্যয় নিয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। মাদ্রিদে বসবাসরত প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে এ সংগঠনের নেতৃত্বও তাই চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন সবাই।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর