২৭ মে, ২০১৮ ১২:৪১

নিউইয়র্কে আওয়ামী লীগের ইফতার মাহফিল

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

নিউইয়র্কে আওয়ামী লীগের ইফতার মাহফিল

নিউইয়র্কে মহানগর আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভারতের কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডি-লিট ডিগ্রি’ পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্রে এসে টের পেলাম যে আন্তর্জাতিক অঙ্গণে শেখ হাসিনার নেতৃত্বের কত প্রশংসা। একইসাথে বাংলাদেশ যে দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে সে কাহিনীও বিভিন্ন মহলে শুনলাম। এটি আমাদের জন্যে পরম সৌভাগ্যের একটি ব্যাপার।’ ডেইজি সারোয়ার উল্লেখ করেন, ‘উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সামনের নির্বাচনে আবারো নৌকা মার্কাকে বিজয় দিতে প্রতিটি প্রবাসীকে কাজ করতে হবে।’

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘পবিত্র এই রমজানেই বাংলাদেশ আরেকটি সুসংবাদ জানলো। জাতির জনকের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা শোষনমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখার জন্যে জননেত্রী শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি প্রদান করলো ভারতের কবি নজরুল বিশ্ববিদ্যালয়।’  

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবুর সঞ্চালনায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্ত আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, নির্বাহী সদস্য শামসুল আবদিন, মহানগরের উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক, সহ-সভাপতি হাজী মফিজুর রহমান, আবুল হুসেন, হাজী আব্দুল কাদের মিয়া, মো. আলমগীর মিয়া, যুগ্ম সম্পাদক  খায়রোল ইসলাম খোকন ও আশরাফ আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ চৌধুরী ও সুমন মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক রাজ চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল মতিন পারভেজ, নির্বাহী সদস্য আরবাব সীমন, রায়হান কবীর রনী, জুবায়ের আল হাসান, রাজু আহমেদ, উজ্জল মাহমুদ, মাহমুদুল হাসান, ম্যানহাটান আওয়ামী লীগের সেক্রেটারি আবুল কাশেম, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন এবং সেবুল মিয়া, স্টেট সেক্রেটারি মাহমুদুর রহমান, মহানগর আওয়ামী লীগের নেতা এটিএম মাসুদ, এটিএম রানা এবং আলমগীর কবীর। 


বিডি প্রতিদিন/২৭ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর