১৬ জুন, ২০১৮ ১৫:৪০

ভিয়েনায় ঈদুল ফিতর উদযাপন

অনলাইন ডেস্ক

ভিয়েনায় ঈদুল ফিতর উদযাপন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া প্রবাসীরা স্থানীয় সময় ১৫ জুন শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী বাংলাদেশি মুসলিম কর্তৃক পরিচালিত পাঁচটি মসজিদ রয়েছে। এই মসজিদগুলোতে প্রতিবারের মতো এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টা, সাড়ে ৯টা ও ১১টায় পরপর অনুষ্ঠিত জামাতে ভিড় ছিল উপচে পড়া। এর মধ্যে বেশ কিছু মুসল্লি ছিলেন অন্যান্য মুসলিম কমিউনিটির।

ভিয়েনার প্রাণ কেন্দ্রে নিজস্ব অর্থে ক্রয় করা জমির উপর নির্মিত প্রবাসী বাংলাদেশিদের প্রধান মসজিদ ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম' এ স্থানীয় সময় সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা ড. ফারুক আল মাদানি।
 
প্রধান জামাতে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এবং অস্ট্রেলিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, এমরান হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, জাফর ইকবাল বাবলু, ইমরুল কায়েস, সাজ্জাদ হোসেন হিমু, এবিএম মাইনুদ্দিন, সাইফুল ইসলাম, কামাল আজাদ, আবদুল হক চৌধুরী, অস্ট্রিয়া বিএনপি নেতা মাজেদুর রহমান সুমন, মোস্তফা মোহাম্মদ, মোশারফ হোসেন, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মাসুদুর রহমান, মজনু আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব খান, বাউল শিল্পী আবুল কালাম, বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম ভিয়েনার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আবিদ হোসেন খান তপন, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর