২৪ জুন, ২০১৮ ১২:২৮

ভিয়েনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিয়েনা (অষ্ট্রিয়া) প্রতিনিধি:

ভিয়েনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলাবাজার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অষ্ট্রিয়া আওয়ামী লীগের  উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। সভা পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি ও অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আকতার হোসেন, রুহী দাস সাহা, এমরান হোসেন, মুক্তিযোদ্ধা  সিরাজ চৌধুরী, গাজী মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সুজন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এম. নজরুল ইসলাম বলেন, ‘মুসলিম লীগের দুশাসন ও দমননীতির মুখে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের প্রাণপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির সবচেয়ে বড় অর্জন মাতৃভূমির স্বাধীনতা।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন জননেত্রী শেখ হাসিনার ইস্পাত-দৃঢ় নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা-নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সম্পদে সমৃদ্ধ একটি আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত।  আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিরোধের প্রশ্নে আমরা প্রবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ, এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।’

বায়েজিদ মীর বলেন, ‘বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বিচারের রায় কার্যকর হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এসব সম্ভব হচ্ছে। কাজেই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আবারো বিজয়ী করতে হবে।’

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ এখন এগিয়ে চলছে। আজ বিএনপি-জামায়াত চক্র দেশের এই অগ্রযাত্রাকে ব্যহত করতে ও স্বাধীনতাকে বিপন্ন করতে উঠে পরে লেগেছে। তাদেরকে ঐক্যবন্ধভাবে প্রতিহত করতে হবে।

সাইফুল ইসলাম কবির বলেন, আওয়ামী লীগ বাঙালির প্রাণের সংগঠন। আওয়ামী লীগ আমাদেরকে বাংলাদেশ দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাঙালি জাতিকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে চলছে।


বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর