১১ জুলাই, ২০১৮ ১১:১০

মাদ্রিদে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

মাদ্রিদে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

স্পেনের মাদ্রিদে সর্ববৃহৎ সামাজিক সংগঠন বৃহত্তর সিলেট এসোসিয়েশনের এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ এসোসিয়েশনের  হলরুমে প্রায় ৩ শতাধিক স্পেন এ বসবাসরত  সিলেট প্রবাসীরা এতে অংশ নেন।

সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেটের সভাপতি লুতফুর রহমান। এতে বাৎসরিক বনভোজন এবং আসন্ন বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল মুন্তাকিম মুজ্জাক্কির, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কাম্রুজ্জামান সুন্দর ও মিনহাজুল আলম মামুন, আসাদুজ্জাম রাজ্জাক, গ্রেটার সিলেটের উপদেষ্টা দবির তালুকদার, ইসলাম উদ্দিন, এনাম আহমেদ, নাজমুল ইসলাম নাজু, ফয়জুর রহমান, গ্রেটার সিলেটের সিনিয়র সহ-সভাপতি শ্যামল তালুকদার, সহ-সভাপতি খায়রুজ্জামান জামান ও বেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ, কমিউনিটি নেতা আব্দুর রহমান, শাহ জামাল, আফসার উদ্দিন লিলু, হাবিবুর রহমান হাবিব, আব্দুল কাইউম মাসুক, খল্কু কামাল, সুহেল আহমেদ সামসু, সঞ্জু আহমেদ, যুগ্ম সম্পাদক ছানুর মিয়া ছাদ, আবু জাফর রাসেল, সাইফুর রহমান, সংগঠক ইফতেখার আলম, শাওন আহমেদ, হুমাউন কবর রিগ্যান, জাকির চৌধুরী, আজমল হুসেন প্রমুখ।

সভায় বক্তারা আগামীতে সিলেটের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, বন্ধন আরও মজবুত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অতীতের মতো ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার আহবান জানানো হয়।

আসন্ন নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি এবং অন্যান্য পদে ২ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।  তবে কেউ এখনো আগ্রহী হলে প্রার্থী হতে পারেন বলে জানান সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর