১৬ জুলাই, ২০১৮ ১৪:২৬

বার্সেলোনা মাতাল 'বাংলার মেলা'

দবির তালুকদার, স্পেন

বার্সেলোনা মাতাল 'বাংলার মেলা'

স্পেন বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী 'বাংলার মেলা'। এক যুগেরও বেশি সময় ধরে আসোসিয়েশন কোলতুরাল উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া এ মেলার আয়োজন করে আসছে। এ বছর মেলার আয়োজন ছিল তারা। ১৫ জুলাই বিকেল ৪টায় মেলার উদ্বোধন করা হয়। 

মেলা গড়িয়েছিল রাত ১২টা পর্যন্ত। জনপ্রিয় শিল্পী পলাশ, ফাহমিয়া খান, জিনাত শফিক, বিউটি, মন্জু স্বপন, অহনা দিবা, রাজু গাজী ও ওয়াসি’রা গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন।

মেলায় দেশীয় খাবারের হরেক রকমের স্টল, বাঙালির ঐতিহ্যবাহী বাহন রিকশা, বাংলা গানের সাথে স্থানীয় নৃত্য সব মিলিয়ে মুহূর্তেই মেলা প্রাঙ্গন হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ।

বাংলাদেশ দূতাবাসের প্রধাম হারুন আল রশিদ, কনস্যুলেট জেনারেল রামন পেদ্রো, বার্সেলোনা সিটি কাউন্সিলের রেজিস্টার ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও মেলায় অংশ নেন। স্থানীয় সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। পুরো মেলা প্রাঙ্গণ দেশীয় রঙ বেরঙের পোশাকে রঙ্গিন হয়ে উঠে। শুরু থেকে শেষ অবধি পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে বিশ্বের লক্ষ লক্ষ প্রবাসীর নিকট পৌঁছে দেয় প্রবাস কথা। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর