২০ জুলাই, ২০১৮ ২১:০২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মীর মো. মোবারক উল্লাহ নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে সৌদির রিয়াদ এলাকায় রাস্তা পারাপারের সময় এ  দুর্ঘটনা ঘটে। 

 
নিহত মোবারক লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের মীর বাড়ির মৃত মীর হাফিজ উল্লার বড় ছেলে। তিনি রিয়াদে একটি বিস্কুট তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন। তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। 
 
আজ বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ছোট ভাই হোসেন আহমেদ জানান, কারখানায় বিস্কুট তৈরির কাজ শেষে নিজ বাসায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দেয়। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বড় ভাই নিহত হওয়ার খবর শুনে মেজ ভাইও শোকে অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
  
এদিকে মোবারকের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে শোকের মাতম দেখা দেয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন পাগল প্রায় স্ত্রী। 


বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর