শিরোনাম
২২ জুলাই, ২০১৮ ০১:৪২

লেবানন থেকে দেশে ফিরছেন ২১০ বাংলাদেশি কর্মী

অনলাইন ডেস্ক

লেবানন থেকে দেশে ফিরছেন ২১০ বাংলাদেশি কর্মী

ফাইল ছবি

বৈধ কাগজপত্র না থাকায় লেবানন থেকে ২১০ জন বাংলাদেশি কর্মী দেশে ফেরত আসছেন। রবিবার থেকে চার দফায় এসব কর্মীরা ঢাকায় ফিরবেন। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র এ খবর নিশ্চিত করেছে।

সূত্র জানায়, লেবাননে বৈধ কাগজপত্র ছাড়া অনেক বাংলাদেশি কর্মী রয়েছেন। তাদের লেবানন সরকার বাংলাদেশে ফেরার সুযোগও দিয়েছে। সে অনুযায়ী ২১০ জন কর্মী ঢাকায় ফিরে আসছেন। 

লেবাননের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এসব কর্মী অবৈধভাবে দীর্ঘদিন ধরেই লেবাননে অবস্থান করছিলেন। তবে এখন তারা স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী। সে কারণেই তাদের ফিরিয়ে আনা হচ্ছে। 

এদিকে, লেবাননের বাংলাদেশ দূতাবাসে শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ২১০ জন কর্মীর কাছে ট্রাভেল ডকুমেন্ট ও প্লেন টিকিট তুলে দেন রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। এর আগে গত মাসে লেবানন থেকে আরো ১৯৮ জন কর্মী দেশে ফিরে আসেন। সূত্র: বাংলানিউজ।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর