১২ আগস্ট, ২০১৮ ২১:১৬

মরুভূমিতে কাঁঠাল ফলিয়ে আলোচনায় বাংলাদেশি

এইচ এম হুমায়ুন কবির, ওমান

মরুভূমিতে কাঁঠাল ফলিয়ে আলোচনায় বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের মরুময় দেশ ওমান। চারদিকে রাশি রাশি বালি, মরুভূমি আর উচুঁ-নিচু পাহাড়ে ঘেরা জনপদ। দেশটির অর্থনীতি সমৃদ্ধ করেছে তেল। জীবিকার তাগিদে দেশের মায়া ছেড়ে যুগ যুগ ধরে ওমানে বসবাস করছেন বাংলাদেশিরা।  

বৈধ-অবৈধ মিলিয়ে মরুর এই দেশটিতে আছেন প্রায় আট লাখেরও বেশি বাংলাদেশি। চাকরি আর ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মরুর বুকে নিজেদের দক্ষতা দেখিয়ে চলেছেন বাংলাদেশিরা।

প্রবাসী বাংলাদেশিদের এমন সফলতায় অনুপ্রাণিত হয়ে কৃষি কাজে আগ্রহী হয়েছেন অনেক ওমানিরাও। তবে এবার মরুভূমিতে বাংলাদেশের জাতীয় ফল কাঠাল ফলিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন মতলবের মোবারক প্রধানিয়ার ছেলে হেলাল মিয়া। সেই কাঠাল দেখতে প্রতিদিন জড়ো হচ্ছেন মরুর দেশের মানুষেরা। কেউ কেউ স্বাদ নিতে অগ্রিম বুকিংও দিচ্ছেন। 

বিদেশের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ। এসব করে শুধু নিজেই স্বাবলম্বী হননি, কর্মসংস্থান করেছেন আরও অনেক বাংলাদেশির। আর নিজের দেশের জাতীয় ফল ফলাতে পেরে গর্বিত হেলাল মিয়া।

প্রবাসীদের এমন সাফল্যে একদিকে যেমন স্থানীয় ওমানিরা খুশি, অন্যদিকে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে বিদেশের মাটিতে। 
 
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর