১৭ আগস্ট, ২০১৮ ০০:৩৮
রিপন খান সভাপতি, রিয়াজ হোসেন সম্পাদক

বাংলা প্রেস ক্লাব ইতালির কমিটি গঠন

ইতালি প্রতিনিধি

বাংলা প্রেস ক্লাব ইতালির কমিটি গঠন

খান রিপন-রিয়াজ হোসেন

রোমে বাংলা মিডিয়ার সংবাদ কর্মীদের সংগঠন বাংলা প্রেস ক্লাব ইতালি দীর্ঘ দিন মেয়াদ উত্তীর্ণ  থাকায় এবং বিগত কমিটি নতুন কাউন্সিল দিতে কালক্ষেপন করায় রোমের বাংলা মিডিয়ার সংবাদ কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সর্বসম্মতি ক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন।

মঙ্গলবার রোমের তরপিনাতারা সুন্দরবন রেষ্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় রিপন খানের নেতৃত্বাধীন বাংলা প্রেস ক্লাবে ইতালির কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। নতুনবাজার ডট কম পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আনিসুজ্জামানের সভাপতিত্বে ও এমডি  রিয়াজ হোসেন এর পরিচালনায় উপস্থিত রোমের মিডিয়া কর্মীবৃন্দ সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে খান রিপন, সম্পাদক পদে রিয়াজ হোসেন, সহ সভাপতি পদে ফটো সাংবাদিক এলিন আহমেদ মিঠু (সিনিয়র সহ সভাপতি) দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক পদে বেলাল হোসেন, চ্যানেল আই এর পালেরমো প্রতিনিধি আশরাফ জানু , সাধারন সম্পাদক পদে চ্যানেল এস এবং নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধি  এম ডি রিয়াজ হোসেন , যুগ্ম সাধারন সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের ইতালি প্রতিনিধি আমির হোসেন লিটন, আমরা ইতালী প্রবাসীর এডমিন স্বপন দাস, সাংগঠনিক সম্পাদক পদে ধুমকেতু টিভি পরিচালক শিমুল রহমান, প্রথম সময় ডট কমের সম্পাদক সোহাগ সামি ,কোষাধ্যক্ষ পদে স্বাধীন বাংলা টেলিভিশনের নিউজ এডিটর  শেখ আরজ, প্রচার সম্পাদক পদে দৈনিক ধুমকেতুর স্টাফ রিপোর্টার  তারেক হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে আনন্দ টেলিভিশনের ইতালি প্রতিনিধি কন্ঠ শিল্পি  মনিকা ইসলাম, প্রকাশনা সম্পাদক পদে  জার্মান বাংলা চ্যানেল এর ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান, মহিলা সম্পাদিকা পদে ব্রিট বাংলা নিউজ ডট কম এর ইতালি প্রতিনিধি হেনা আক্তার ফাহিমা, আন্তর্জাতিক সম্পাদক পদে ৭১টিভির ভেনিস সংবাদ দাতা  জুম্মান মাতবর অনিক ,ক্রীড়া সম্পাদক  পদে ধুমকেতু টিভির নাপলী প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অন লাইন ফ্রিল্যান্স সাংবাদিক সোহাগ খান।

এছাড়া সন্মানিত সদস্যরা হলেন জমির হোসেন (বাংলা ভিশন), পলাশ রহমান ( সপ্তাহের সাপ্তাহিক), একে  জামান (প্রবাসে বাংলাদেশ), এ্যডভোকেটঃ আনিচুজ্জামান (আমাদের কন্ঠ), ইউসুফ আলি (সাবেক যুগান্তর), মোঃ আরিফুল হক(৭১ নিউজ ডট কম), কায়সার হামিদ (সকালের কন্ঠ), রবিন ঢালী (ধুমকেতু), ইরফানুল হক সুমন ( দৈনিক জন্মভূমি), নাদিম মাহামুদ (সরাসরি), শফিউল আলম (ব্লগার)। এ ছাড়াও ইতালি জুড়ে মূলধারার সাংবাদিকদের সাথে যোগাযোগ করে সদস্য পদ বাড়ানো হবে।

সভার শুরুতে সাংবাদিকদের দিকপাল দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ ছাড়াও সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে। আগামী শুক্রবার মসজিদে উম্মায় দোয়ার আয়োজন করা হয়েছে।

আগামী সেপ্টেম্বরে বাংলা প্রেস ক্লাব ইতালির নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নতুন কমিটির সভাপতি রিপন খান, সাধারন সম্পাদক রিয়াজ হোসেন রোম তথা ইতালির বাংলা কমিউনটির সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর