১৮ আগস্ট, ২০১৮ ১০:০৭

দুই ঘাতককে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি

এনআরবি নিউজ, নিউইয়র্ক

দুই ঘাতককে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে নিউইয়র্কস্থ ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং কানাডায় পলাতক দুই ঘাতককে অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয়ার জন্যে দুই দেশের প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
১৫ আগস্ট বুধবার রাতে ম্যানহাটানে কস্তুরি রেস্টুরেন্টের মিলনায়তনে এ আলোচনা-সমাবেশ ও দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকবর আলী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ‘শেখ হাসিনা মঞ্চ’র সভাপতি আব্দুল জলিল বলেন, ‘সভ্য সমাজের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের শিকার শিশু রাসেল এবং বাঙালি জাতির পিতা শেখ মুজিবসহ পরিবারের সদস্যরা। তেমন একটি নৃশংসতার জন্য সর্বোচ্চ আদালতে দণ্ডিতদের আশ্রয় দিয়ে ট্রাম্প প্রশাসন অবশিষ্ট বিশ্বের কাছে কী মেসেজ দিচ্ছে।’
আলোচনায় অংশ নিয়ে এই সংগঠনের উপদেষ্টা হেলাল মাহমুদ বলেন, ‘পঁচাত্তর এবং একাত্তরের হায়েনার দলের অনুসারিরা এই প্রবাসেও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেরকে সমুচিত জবাবদানে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সংগঠনের দফতর সম্পাদক মোতাসিম বিল্লাহ দুলাল বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকান্ডের সমর্থনে মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যেকার অনৈক্য দূর করতে হবে। তাহলেই শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকলের শহীদের আত্মা শান্তি পাবে।’
আরো বক্তব্য রাখেন শেখ হাসিনা মঞ্চের সেক্রেটারি কায়কোবাদ খান, হোস্ট সংগঠনের যুগ্ম সম্পাদক ফয়েজ কবীর, অর্থ সম্পাদক কামাল শেখ, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, কাশেম ভূইয়া, শেখ হামাল, মোহাম্মদ নাসের প্রমুখ।

শুরুতে ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর