শিরোনাম
১৮ আগস্ট, ২০১৮ ১৮:৪২

জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক

জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষ্যে গত বুধবার ইন্দোনেশিয়ার রাজধানীর জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতির পিতা রচিত ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব আসিফ কবীর। 

ইন্দোনেশিয়ায় অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রবাসীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ, স্মৃতিচারন এবং আলোচনায় অংশ নেন। 

জাকার্তায় শোকদিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, কোরআনখানি, এতিমদের মাঝে খাদ্য বিতরন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর